উত্তপ্ত সুইডেন, সাম্প্রদায়িক দাঙ্গার জেরে পুড়ল কোরানশরীফ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200830-WA0016

উত্তপ্ত সুইডেন, সাম্প্রদায়িক দাঙ্গার জেরে পুড়ল কোরানশরীফ

এনবিটিভি ডেস্ক, ২৯শে আগস্ট: গত শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সুইডেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বারবার দাঙ্গার ঘটনা সামনে আসছে। সম্প্রতি আমেরিকায় শ্বেতাঙ্গ খুনের প্রতিবাদে আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সাধারণ জনতা। প্রতিবাদ জানায় খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী -লেখকরা। এবার সুইডেনের মালমো শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যাপক উত্তেজনা ছড়াল।

সূত্রের খবর, গত শুক্রবার সুইডেনের মালমো শহরে কট্টরপন্থী ড্যানিশ নেতা রাসমুস পালুদানের একটি সভা ছিল। কিন্তু ঐ একই দিনে প্রশাসনের অনুমতিতে মালমো শহরে মুসলিমদের একটি বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। তারপর যখন পালুদান সভায় যেতে চান পুলিশ তাকে বাঁধা দেয়। তারপরই বিপত্তির শুরু। বিক্ষুব্ধ পালুদানের সমর্থকরা পুলিশের উপর চড়াও হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করেন এবং পালুদানকে আটক করেন। এরপর বিপত্তি আরও বাড়ে। পালুদানের অনুগামীরা মুসলিমদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে থাকে এবং মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরানশরীফ জ্বালিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে সুইডেনের মুসলিমরা রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে সুইডেন সরকার রাসমুস পালুদানকে দুই বছরের জন্য সুইডেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর