আগামী ৫ দিন কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

kerala759

এনভিটিভি, ওয়েবডেস্ক: তীব্র গরম থেকে স্বস্তি পেতে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণছিল দেশের জনতা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এল বর্ষা। বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করেছে বর্ষা। আর ভূখণ্ডে প্রবেশ করেই চোখ রাঙাতে শুরু করেছে। শনিবার থেকেই ঝেঁপে নামবে বৃষ্টি। শুক্রবারই পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। শুধু বৃষ্টির পূর্বাভাস দেওয়া নয়, ৮ জেলায় সতর্কতাও জারি করেছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ চলে আসার ফলেই কেরলের ৮ জেলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, বঙ্গে রবিবার বর্ষার পূর্বাভাস থাকলেও আজ শুক্রবার হঠাৎ বৃষ্টি তে ভিজেছে কলকাতার একাংশ। মূলত, উত্তরবঙ্গেই রবিবার বর্ষা প্রবেশ করছে এবং তার জেরে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর