বৃহস্পতিবার হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা,এনবিটিভি: পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে আগামীকাল বেলা ১১ টায় হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ। পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা প্রধানদের জানানো হয়েছে ,পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উঃ বঃ আঞ্চলিক অফিস,বহরমপুর বিতরন কেন্দ্র ,সামসিয়া হাই মাদ্রাসা ,কারিশাম ত্রক্রমিয়া হাই মাদ্রাসা ,পরহংসপুর বরতাকিয়া হাই মাদ্রাসা , এসএম আই হাই মাদ্রাসা ,বর্ধমান হাই মাদ্রাসা , কেথারডাঙা হাই মাদ্রাসা ও হামিদিয়া হাই মাদ্রাসা বিতরন কেন্দ্র থেকে মার্কসীট সার্টিফিকেট ২২ জুলাই পাওয়া যাবে।

কাল বেলা ১২ টার পর ইন্টারনেট মাধ্যমে ড্ববলু ড্ববলু ড্ববলু ডট ড্ববলুবিমি ডট ওআরজি/ ড্ববলবি রেজাল্ট নিক ডট ইন/এক্সাম মিটিসি ডট কম ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে।
মোবাইলে ফলাফল জানতে ড্ববলুবিবিমি লিখে স্পেস দিয়ে রোলনং টাইপ করে ৫৬০৭০ নং এ পাঠাতে হবে।পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক মহঃ রাকিব হক – সকল পরিক্ষার্থীকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন এবং আগামীদিনের শুভ কামনা করেছেন৷

Latest articles

Related articles