এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান,২৩ জুলাই : এই বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় মন্তেস্বর বিধানসভার অন্তর্গত মেমারীর বড় পালাসন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালম্বা পূর্ব পাড়ার বাসিন্দা। বাবা মুদিখানা দোকানের কর্মচারী দুকুঠুরির ছোট্ট একটা মাটির বাড়ি, এই পরিবেশে থেকেই ৪৯৩ নাম্বার তুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিলো মালম্বা পূর্ব পাড়ার সোনার মেয়ে পাপড়ি হাজরা সে মন্তেস্বর ব্লকে বসন্তপুর হাই স্কুলের ছাত্রী ছিল সে.
স্বভাবতই পাপড়ির সাফল্যে খুশি সারা এলাকা থেকে মন্তেস্বর এর প্রশাসন থেকে মন্তেস্বর ব্লকের গোটা এলাকাবাসী ।তাই আজ বিকালে মন্তেস্বরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন পাপড়ি কে পাপড়ির বাড়ি মালম্বা থেকে আনিয়া, মন্তেস্বর এর বিডিও মাননীয় বিপ্লব দত্ত মহাশয় , ব্লক অফিসে পাপড়ি হাতে ফুলের তোড়া মিষ্টি, একটা বই দিয়ে পাপড়ি কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
এবং মন্তেস্বর থানার আধিকারিক সৈকত মন্ডল এর সহযোগিতায় থানার এক পুলিশ অফিসার সহ এক প্রতিনিধি দল মন্তেস্বর থানার কাছাকাছি পাপড়ির এক মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে পাপড়ি কে ফুলের তোড়া মিষ্টি সামগ্রিক সহ সানিটাইজার দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। এতে পাপড়ি সহ এলাকা বাসী দারুন খুশি৷
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রী পাপড়ি হাজরাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন মন্তেস্বর এর বিডিও
Related articles