মো: শামীম সরকার কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে পিতাকে কুপিয়ে আহত করেছে পুত্র। শুক্রবার (২১ মে) রাতে হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির আঙিনায় প্রকাশ্যে ছেলে জীবন মিয়ার দা’র কোপে পিতা লিটন মিয়া (৪০) আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিটন মিয়াকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। আহত লিটন মিয়া হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।