এনবিটিভি, নবদ্বীপ: নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচড়া গ্রামের বাসিন্দা হাসিনা বিবি (৩০)। মঙ্গলবার সকালে বাপের বাড়ি যাবে বলে মেয়ে ও স্বামীর কাছ থেকে টাকা নেয়, কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায় বাপের বাড়ি পৌঁছায়নি সে। পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার, নাদন ঘাট থানার সিং জুলি গ্রামে বাপের বাড়ি গৃহবধূর। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাপের বাড়ি না পৌঁছানোয় খোঁজ করতে শুরু করে বাড়ির লোকজন। এরপর কোনো সুরাহা না মেলায় বৃহস্পতিবার সকলে তার মেয়ে ও পরিবারের লোকজন মিলে থানায় নিখোঁজ ডায়েরি করে।
লিখিত অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ খতিয়ে দেখছেন নিরুদ্দেশ হওয়ার পিছনে অন্য কারন আছে কিনা। এর আগেও হুগলির বালিতে দুই গৃহবধূর নিরুদ্দেশ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায় এরপর জানা যায় তাদের প্রেমিকের সাথে তারা পাড়ি দিয়েছে মুম্বইয়ে।