সুরজিৎ দাস, নদীয়া:পারিবারিক অশান্তির জেরে, প্রকাশ্য রাস্তায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় গৃহবধূকে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। নদীয়ার শান্তিপুর থানার মালোপাড়া এলাকার ঘটনা।
জানা যায়, শান্তিপুর থানার মালোপাড়ার বাসিন্দা শুভঙ্কর হালদার এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলত। ওই গৃহবধূর স্বামীর দাবি, তার যেহেতু আর্থিক উপার্জন কম সেই কারণে তার স্ত্রীর চাহিদা ঠিকমতো মেটাতে পারতো না। বিভিন্নভাবে স্ত্রী তার উপর জোর পূর্বক বিভিন্ন জিনিসের দাবি করত। আর সেই চাহিদা না মেটাতে পারলেই চলত অশান্তি।
এদিন সেই অশান্তির জেরে ওই গৃহবধূ থানায় অভিযোগ জানাতে এসেছিল। এরপর প্রকাশ্যে রাস্তায় ওই গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ বুঝতে পেরে ওই গৃহবধূকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানের সেখানেই ওই গৃহবধূ চিকিৎসাধীন।