কলকাতা থেকে হাওড়াগামী গাড়িতে ভয়ঙ্কর আগুন। দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্স ক্রস করতেই দাউ দাউ করে আগুন লাগল একটি গাড়িতে। মুহূর্তেই গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে নেমে যায় সবাই। আগুন যাতে না ধরে যায় তাই মালপত্র দ্রুত গাড়ি থেকে নামানো হয়। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকল আসার আগেই প্রায় অগ্নিদগ্ধ পুরো গাড়িটি। পুরোপুরি জ্বলতে শুরু করে। এরপরে দমকলের একটি ইঞ্জিন আসার পর আগুন নেভানোর চেষ্টা চালায় কর্মীরা। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদিও প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে, শর্ট-সার্কিট হওয়ার কারণেই এই আগুনটা লেগেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গেছে।
Popular Categories