এনবিটিভি ডেস্কঃ একেবারেই দূর্বিসহ পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। এবার বাড়ি ফেরার জন্য মালিককে না জানিয়ে সাইকেল নিয়ে আসায় মালিকের জন্য ক্ষমাপত্র রেখে গেলেন রাজস্থানে কর্মরত পরিযায়ী শ্রমিক।
আমি একজন শ্রমিক। বাড়ি ফিরতে পারছি না। বাধ্য হয়ে আপনার সাইকেল নিয়ে যাচ্ছি। বাড়িতে একটা প্রতিবন্ধী শিশুও আছে। পারলে আমায় ক্ষমা করে দেবেন।’ সাইকেল ‘চুরি’ করে মালিকের জন্য একটি ক্ষমাপত্র রেখে গেলেন মহম্মদ ইকবাল। উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের ভরতপুরে কাজ করতে গিয়েছিলেন তিনি। লকডাউনের ঘোষণার পরেই রাতারাতি কাজ হারান ইকবাল। বাড়িতে বউ–বাচ্চা আছে। লকডাউনের জেরে বাড়িও ফিরতে পারেননি। রাজস্থান থেকে উত্তরপ্রদেশের বরেলি পর্যন্ত পায়ে হেঁটে ফেরা সম্ভব নয়। বাধ্য হয়েই সেখানকার রাড়া গ্রামের সাহাব সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে একটি সাইকেল চুরি করেন তিনি৷
নিজের বাড়ির বারান্দা ঝাঁট দেওয়ার সময় ওই শ্রমিকের লেখা একটি চিঠি পান সাইকেলের মালিক সাহাব সিং৷ চিঠিতে লেখা, ‘আমি একজন মজদুর, আবার মজবুরও৷ আমি আপনার কাছে অপরাধী৷ আপনার সাইকেল নিয়ে চললাম, ক্ষমা করবেন৷ আমার কাছে টাকা নেই, তার উপর সঙ্গে একটি প্রতিবন্ধী শিশু রয়েছে৷