আমার মত এত কাজ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব : মমতা

নিউজ ডেস্ক : সামনে রাজ্য বিধানসভার নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার সঙ্গে মতুয়া অধ্বসিত এলাকায়ও সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা প্রেক্ষাপট নিয়ে বিজেপিকে সরাসরি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে ব্যঙ্গ করে বলেন, “যারা তৃণমূলে থাকে তারা ঘষাটে সাবান,আর যখনই বিজেপিতে যায় তখন সে সানলাইট! বিজেপি যেন ওয়াশিং মেশিন।”

এছাড়া তিনি আরো বলেন যে, বিজেপির লোক দের মত ঝুড়িঝাড়া মিথ্যা আর কেউই বলতে পারে কিনা আমার তাতে চূড়ান্ত সন্দেহ! ভোটের আগে নাগরিকত্ব দেব, স্বাধীনতা দেব, থাকার জন্য বাসস্থান দেবো, কিন্তু ভোটের শেষে দেখা যায় ডুগডুগি বাজাতে।

তিনি বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন, লোক দেখাতে তারা বাড়ি বাড়ি যায় ভোজনে! বাড়ি বাড়ি তো আমিও যাই। কিন্তু গায়ে ধুলো লাগিয়ে, যেমন অবস্থাতে থাকি তেমন অবস্থায় যাই। আপনাদের মত হিমালায়ান বোতলে জল নিয়ে লোকের বাড়িতে খেতে যাই না,ফাইভ স্টার হোটেলের মত।

এছাড়াও, বিজেপি সহ সমস্ত রাজনীতিকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, আমার মত এত কাজ দেখাতে পারলে নাকখত দিয়ে রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব।

Latest articles

Related articles