ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশনে ইফতার পার্টি আয়োজনে মানা, শিক্ষার্থীদের ক্ষোভ

নয়াদিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশনের কয়েকজন ছাত্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন।

সাংবাদিকতায় ডিগ্রীর জন্যে শীর্ষ এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্পাসে অন্য ধর্মের অনুষ্ঠান চললেলেও ইফতার পার্টি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

জানা যায়. শিক্ষার্থীরা গত ১৫ মার্চ ইফতারের অনুমতি চেয়ে আবেদন করলে সেটি কোন কারণ ছাড়াই বাতিল করা হয়। পুনরায় শিক্ষার্থীরা আবেদন করতে গেলে তাদের  অতিরিক্ত মহাপরিচালক অথবা মহাপরিচালকের সাথে যোগাযোগ করতে বলা হয়। তারা এই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ,  প্রশাসন, শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাসে হোলি, দীপাবলি, সরস্বতী পূজার মতো অন্যান্য ধর্মের উৎসবগুলো পালন করা হয়।

Latest articles

Related articles