নাগরিকত্ব (সংশোধন) আইনে (সিএএ) ভারতীয় নাগরিকদের চেয়ে বিদেশিদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই আইনের ফলে ভারতে সংখ্যালঘুদের সম্ভাব্য অনুপ্রবেশ ঘটবে।
তিনি বলেন, এই আইনের মানে হল বিপুল সংখ্যক সংখ্যালঘুকে আমাদের দেশে আনা হবে। যেখানে ভারতীয় নাগরিকদের জন্য কর্মসংস্থান এবং বাসস্থানের ক্ষেত্রে এখনো নানা রকম সমস্যা রয়ে গেছে।