সিএএ বিরোধীতা তামিল তারকা থালাপতি বিজয় ও কমল হাসানের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_16

সোমবার রাত থেকেই দেশজুড়ে চালু হলো সিএএ। তারও চার বছর আগে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ সংসদে পাস সিএএ। তখন থেকেই আইনটির বিরোধীতা করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল।

এবার সিএএ-র বিরোধিতা করলেন তামিল ছবির তারকা থালাপতি বিজয় ও কমল হাসান।

মঙ্গলবার  তামিলনাড়ু সরকারকে লেখা এক চিঠিতে থালাপতি বিজয় বলেন,’এটা মানা সম্ভব নয়। সিএএ-এর মতো কোনও আইন আমাদের রাজ্যে প্রয়োগ করতে দেওয়া হবে না। আমরা এটা মানব না। যেখানে দেশের সমস্ত নাগরিক ভালবেসে একে অপরের সঙ্গে বসবাস করেন, সেখানে এই আইন বেমানান। আমরা নিশ্চিত করব যেন তামিলনাড়ুতে এই আইন লাগু করা না হয়।’

এ ব্যাপারে তামিল মেগাস্টার কামাল হাসান বলেন, ‘দেশকে ভাগ করার ষড়যন্ত্র সিএএ। যদি আমরা বিশ্বাস করি যে এই দাবি হল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া তাহলে কেন শ্রীলঙ্কার তামিলদের এই তালিকায় কেন যোগ করা হল না? দুর্ভাগ্যবশত, এই আইনটি, যা তাড়াহুড়ো করে পেশ করা হয়েছিল এবং এখন একটি জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রয়োগ করা হচ্ছে, এটি বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলিকে স্পষ্ট করে তুলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর