পাকিস্তানের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে ইমরান খানের সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20201218_142503

নিউজ ডেস্ক : গত বছর নভেম্বরে চীনের উহানে উৎপত্তির পর বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা করোনা মহামারীর প্রকোপ ধীরে ধীরে যখন কমে আসছে তখন সবাই নিশ্চিন্ত হবার জন্য খুঁজছে ভ্যাকসিনের। একদিকে যেমন এই ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে বিভিন্ন সংস্থার মধ্যে তেমনি এই ভ্যাকসিন নিজেদের জনগনকে দেওয়ার জন্যও বিভিন্ন দেশের মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। উন্নত দেশগুলো নিজেদের দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে আবার অনুন্নত দেশগুলো বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করার চেষ্টা করছে। সেই সময়ই নিজেদের দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো পাকিস্তানের ইমরান খানের সরকার।

ইমরান খান সরকারের ন্যাশনাল হেলথ সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন এর প্রধান ডা. ফয়সাল বলেন, পাকিস্তান সরকার দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন সংস্থার থেকে করোনা ভ্যাকসিন ক্রয় করার ব্যাপারে কথা চলছে বলে তিনি জানান। এদিকে মোদি সরকার করোনা ভ্যাকসিনের ব্যাপারে পারস্পরিক সাংঘর্ষিক মন্তব্য করে যাচ্ছে। কখনো কোনো মন্ত্রী সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আবার কখনো সরকারি ভাবে বলা হচ্ছে, সরকার কখনোই সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর