এনবিটিভি ডেস্ক: আসানসোল রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হল সম্বর্ধনা সভা-র এক অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা প্রেসিডেন্ট বিধান উপাধ্যায়, রাজ্য যুব তৃনমূলের প্রেসিডেন্ট সায়নী ঘোষ , জেলার শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক উজ্জল চাটার্জী শিব দাসেন দাশু- সহ আরও অনেকে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ বিধানসভা অঞ্চল থেকে বিভিন্ন দল ছেড়ে তিন হাজার কর্মী যোগদান করেন তৃণমূলে সায়নী ঘোষের হাত ধরে। সভামঞ্চ থেকে সায়নী ঘোষ জানান, একত্রিত ভাবে সবাই মিলেমিশে কাজ করবো, যুবদলকে নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এগিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্যই আমাদের এই লড়াই চলবে। ২০২৪ লোকসভা নির্বাচনকে হাতিয়ার বানিয়ে মজবুত সংগঠন করার দৃঢ় বিশ্বাস জানান।