বাংলায় দু সংখ্যাও পেরোতে পারবে না বিজেপি, অন্যথায় স্পেস ছেড়ে দেবো: প্রশান্ত কিশোর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201221-WA0024

এনবিটিভি ডেস্ক: বাংলায় ভরাডুবি হবে বিজেপি-র। এমনই দাবি করে গেরুয়া শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির দু সংখ্যায় পৌঁছতে পারবে না বলে দাবি করেছেন তিনি। আর যদি তা না হয়, তবে তিনি জায়গা ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন পিকে। এ দিকে, তাঁর চ্যালেঞ্জকে পালটা জবাব দিয়ে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেছিলেন, আসন্ন নির্বাচনে তিন অংকের ঘরে পৌঁছতে পারবে না তৃণমূল কংগ্রেস। সেই মন্তব্যের জবাব দিয়ে সোমবার ট্যুইট করেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘সংবামাধ্যমের একটা অংশ যতই হাইপ তুলুক, বিজেপি বাংলায় দুই সংখ্যা পেরোতে হিমশিম খাবে।’ পিকে আরও লিখেছেন, ‘এই ট্যুইটটা সেভ করে রাখুন। এর অন্যথা হলে আমি এই স্পেস ছেড়ে দেব।’ স্পেস বলতে তিনি ঠিক কী ছাড়ার কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তবে তিনি এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজের কেরিয়ার দাঁও লাগিয়ে দিয়েছেন বলে অনেকে মনে করছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর