কেন্দ্রের দাবি উড়িয়ে, বাংলায় ৪টিই রেড জোন জানাল রাজ্য সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200501-WA0012

এনবিটিভি: করোনা সংক্রমনের হিসেবে বাংলাকে বিভিন্ন জোনে ভাগ করার সময় রাজ্য সরকার বলে দিয়েছিল রেড জোন ৪টি।
কলকাতা, হাওড়া, মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণা। তবে কেন্দ্র নতুন করে সংক্রমনের নিরিখে রেড জোনে আরও কয়েকটি জেলা চিহ্নিত করে।

কেন্দ্রের সেই তালিকা অনুযায়ী, এ রাজ্যে রেড জোনের সংখ্যা মোট ১০ টি। তবে রাজ্য সরকার এই নতুন তালিকাকে ভুল বলে দাবি করে। এই জন্য একটি চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব বিবেক কুমার এই বিষয়ে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদানকে।

সেই চিঠিতে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতিকে, রাজ্যের স্বাস্থ্য সচিব বলেন, ‘এটা একটা ভুল পরিসংখ্যান।’ কেন্দ্রের বর্তমান মাপকাঠি অনুযায়ী শুধুমাত্র চারটি জেলা – কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।’ এই ভুল তথ্য দেওয়ায় রাজ্য সরকার সরব হন কেন্দ্রীয় সরকারের পক্ষে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর