নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত লন্ডনের লিউয়িশাম মসজিদে অন্তত ছয়জন ইসলাম গ্রহণ করেছেন।রবিবার আলজাজিরা মুবাশির জানিয়েছে, ছয়জনের সর্বশেষজন গত শুক্রবার ইসলাম গ্রহণ করেন। জুমার দিন মসজিদের আঙিনায় অনেক মানুষের উপস্থিতিতে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণকারী ওই ব্যক্তির নাম লয়েড। তিনি ১০ বছর ইসলাম নিয়ে বিস্তর গবেষণার পর শুক্রবার মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। মসজিদের টুইটার একাউন্ট থেকে জানানো হয়, ছয়জনের চারজনই গত সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন।মসজিদের টুইটার একাউন্টে ওই ছয়জনের ইসলাম গ্রহণের ভিডিও প্রকাশ করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। পুরুষরা হলেন- লয়েড, তেজায়, আহমেদ এবং মনিক ও হান্নাহ। সেখানে একজনের নাম উল্লেখ করা হয়নি।
সূত্র : নয়া দিগন্ত