মুর্শিদাবাদে দামোস বিল নিয়ে ফের সমস্যা, প্রশ্নের মুখে প্রশাসন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20220316-WA0017

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক:মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর দামোস বিল,এই বিল নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে জটিলতা । এই বিলের উপর নির্ভর করে একশোর উপর মৎসজীবি পরিবার । এর আগে মুর্শিদাবাদ জেলাশাসককে মৎস্যজীবিরা বহরমপুরে ডেপুটেসন দেয়। এই দামোস বিল বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ও মামলা হয় ,বর্তমানে কোলকাতা হাইর্কোটে বিষয়টি বিচারাধীন।

এই বিল ৫০০ একর জায়গায় উপর । তার মধ্যে ২০০ একর জায়গা সরকারী ভুক্ত ,৩০০ একর জায়গা সাধারণ জনগণের । মৎস্যজীবিদের অভিযোগ,সরকারী ২০০ একর জায়গার মধ্যে ১১৯ একর জায়গা একটি মৎস্য সমবায় সমিতি কে সেটেলমেন্ট করে দেয়। কিন্তু ঐ মৎস্য সমবায় সমিতি পুরো ৫০০ একরই দখল করে মাছ ধরছে। বঞ্চিত হচ্ছে এলাকার মৎস্য জীবিরা ।

এই বিষয়কে সামনে রেখে রায়ত জমির মালিকদের একাংশ এর বক্তব্য,”প্রকৃত মৎস্যজীবিরা তাদের অধিকার ফিরে পাক ,এর একটা সুষ্ঠ সমাধান হোক”।
তবে এই মলিকদের মধ্যে সংঘর্ষে এখনো মুখ খোলেনি প্রশাসন। এর আগে এই নিয়ে মৎস্যজীবিরা অনশনে বসলে ওই অঞ্চলের বিধায়ক তাদের আশ্বাস দেন এই বিষয় নিয়ে উঁচুস্তরের সঙ্গে কথা বলার। কিন্তু এতদিন কেটে গেলেও হয়নি কোনো সুরাহা। বরং দিনকে দিন বেড়ে চলেছে দামোস বিল নিয়ে জটিলতা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর