বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কান্ড, ভাঙচুর মারধর উত্তপ্ত আসানসোল

এনবিটিভি: বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে দলেরই অন্দরে গোষ্ঠী কোন্দল আসানসোলে

কিছুলোক বিজেপিতে যোগ দেবে কিন্তু বিজেপিরই এক গোষ্ঠী তাদের এই যোগদানকে মেনে নিতে না পারায় তাদের মধ্যে ক্রমশ গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠে।বিজেপির এই গোষ্ঠী কোন্দলে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।কিছু লোকের বিজেপিতে যোগদান করা নিয়ে তারা অভিযোগ তোলে , তারা দীর্ঘদিন তৃণমূলে থেকে আমাদের মারধর সহ দ্বিচারিতা করেছে। আজ তারা বিজেপিতে যোগদান করবে এটা আমরা মেনে নিতে পারবো না।যদিও এই ঘটনার অস্বীকার করেছে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোরুই।তিনি বলেন ,একটা বচসা হয়েছে শুনেছি।আমি খোঁজখবর নিয়ে দেখেছি ।আমাদের পার্টি শৃঙ্খলা পলায়ন দল।কেউ হয়তো ভুল বুজেছে।আমরা বসে ঠিক করে নেব।।এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া পড়েছে।দিকে দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল যে পড়েছিল তা অনেকটাই ভাটা পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest articles

Related articles