বাবুল ও অরবিন্দ মেননের উপস্থিতিতেই বৈঠকে চরম বিশৃঙ্খলা বিজেপির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210121-WA0032

এনবিটিভি ডেস্ক, আসানসোল: বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অরবিন্দ মেনন ও সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সামনে বিশৃঙ্খলা ও গোষ্ঠী কোন্দলে জড়ালো বিজেপি নেতা কর্মীরা। মূলত আজ বিজেপি জেলা কার্য্যালয় বারাবনি ও কুলটি মন্ডলের কর্মীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু বৈঠক চলাকালীন বিজেপি জেলা যুব মোর্চার সদ্য সভাপতি অরিজিৎ রায়কে কেন্দ্র করে বিরোধিতা শুরু হয়। সম্প্রতি যে বিজেপি জেলা যুব মোর্চার কমিটি ঘোষণা হয়েছে এখানে বাদ পড়েছেন অনেকে। যারা বাদ পড়েছে তাদের দাবি তারা পুরাতন বিজেপি কর্মী। কিন্তু তৃণমূল থেকে আসা নিষ্ক্রিয় কর্মীদের জায়গা দেওয়া হয়েছে। ফলে নব্য পুরাতন বিজেপি যুবমোর্চার মধ্যে মূল বিবাদ লাগে। পরিস্থিতির খবর বাইরে না ছড়িয়ে পড়ে সেজন্য জেলা কার্য্যালয়ের শাটার বন্ধ করে দেওয়া হয। মাঝে মাঝে ভেতর থেকে গন্ডগোলের আওয়াজ আসতে থাকে। চিৎকার চেচামেচি শোনা যায়। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বিজেপি কর্মীদের একাংশকে মারতে উদ্যত হতে দেখা যায়। শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে বাবুল ও অরবিন্দ মেনন পরিস্থিতি সামাল দেন।এই ঝামেলার মধ্য দিয়েই বৈঠক শেষ হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর