
উত্তরাখণ্ডে গত কয়েক দিনে অন্তত ১৭০টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সরকারের দাবি, এই মাদ্রাসাগুলো রাজ্যের শিক্ষা বিভাগ বা উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ডে নিবন্ধিত ছিল না।
রবিবার হালদ্বানির বানভুলপুরা এলাকায় বিশেষ অভিযানে নামে জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের যৌথ টিম। তারা জানায় করেমাদ্রাসাগুলির কাগজপত্র যাচাই করে দেখে গেছে অনেকগুলো মাদ্রাসা বেআইনিভাবে চলছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, “যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার নামে শিশুদের বিভ্রান্ত করছে, তাদের কোনো ভাবে বরদাস্ত করা হবে না।” তিনি এই পদক্ষেপকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সমাজ ও মাদ্রাসা ইমামরা বলছেন, এটি মুসলিমদের ওপর একপাক্ষিক আক্রমণ। তারা অভিযোগ করেন, বহু পুরনো ও সম্মানিত মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা চলছে।
সূত্র অনুযায়ী রাজ্যে প্রায় ৫০০ মাদ্রাসা ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে দেরাদুন, হরিদ্বার ও উদ্যম সিং নগরের অনেক মাদ্রাসা তদন্তের মুখে।