অনলাইন ও মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির সম্বন্বয় ঘটিয়ে নতুন ধারার ব্যবসায়িক উদ্যোগের প্রচলন করতে পথ চলা শুরু করল বিজোফ্লাই ইন্ডিয়া। অনলাইনে বিভিন্ন পণ্য কেনার পাশাপাশি ব্যবসা করার সুযোগও এনে দিয়েছে এই সংস্থা।
কলকাতার দ্য প্রাইড প্লাজা হোটেলে গত রবিবার আনুষ্ঠানিকভাবে এই সংস্থার পথ চলা শুরু হয়। প্রাথমিকভাবে যে কয়েকটি সংস্থা যুক্ত হয়েছে সেইসব সংস্থার পরিচালকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা থেকে এসেছিলেন ব্যবসায়িক সহযোগী হিসেবে একঝাঁক উদ্যমী যুবক।
বিজোফ্লাই ইন্ডিয়া ভারতবর্ষে বেকারত্ব দূরীকরণে অন্যতম ভূমিকা রাখতে চলেছে বলে জানান সংস্থার পরিচালক কাজী মোহাম্মদ মহসিন। সংস্থার একজিকিউটিভ সৈয়দ মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন বিজোফ্লাই বাংলা তথা ভারতে ইতিহাস রচনা করতে চলেছে। বিজোফ্লাই ইন্ডিয়ার অন্যতম পার্টনার মুজিবুর রহমান বলেন বর্তমানে যোগ্য বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেই বেকারদেরকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের পথ চলা। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, পোশাক তৈরি সংস্থা ইয়েলো চিলির পক্ষ থেকে স্বপন বন্দোপাধ্যায়, গুডবাই পেস্ট এর সলুউশন ম্যানেজার অভিজিৎ ঘোষ, ইনটেলিমাইন্ড এর কর্ণধার রেজা কাউসার, সোহেল রানা সহ প্রমুখ।
আজকের এই অনুষ্ঠান পরিচালনা করেন টলিউড শিল্পী অভিনেতা রাজু মজুমদার।
Related articles