Tuesday, April 22, 2025
35 C
Kolkata

লোকসংস্কৃতি ও পর্যটন এবং গোষ্ঠী উন্নয়ন নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্সের উদ্বোধন

কল্যাণী, এনবিটিভিঃ   একাধিক কর্মমুখী কোর্স প্রচলন করে অভিনব দিশা দেখাচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। ২৭ শে জানুয়ারি  “লোকসংস্কৃতি, পর্যটন ও গোষ্ঠী উন্নয়ন” বিষয়ে লোকসংস্কৃতি বিভাগে ছমাসের সার্টিফিকেট কোর্সের উদ্বোধন  করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল। এই বিষয়েই একটি জাতীয় স্তরের আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় এবং রাজ্য স্তরের  বিশিষ্ট ব্যাক্তিত্বরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়া, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক এবং শিক্ষকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

ভার্চুয়াল মাধ্যমে প্রায় ১০০ জনকে নিয়ে এই কোর্সের উদ্বোধন হয় ও জাতীয় স্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান (রুশা)- এর স্কিমের আওতায় এই  ধরনের কোর্সের ভাবনা ও সূচনা। রাজ্য সরকারের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের সক্রিয় উদ্যোগে রুশা স্কিমের অধীনে এই কোর্স চলবে। আর্থিকভাবে সহযোগিতায় করেছে ইউজিসি ও রাজ্য সরকার।কর্মমুখীন এই কোর্সের ফলে বেকার যুবক-যুবতীরাই বিশেষভাবে সুবিধা পাবেন বলে বিশেষজ্ঞরা বলেন। রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পড়ুয়ারাও এই কোর্সে ভর্তি হয়েছে।

 উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এ ধরনের অভিনব কোর্স বেকার যুবক-যুবতীদের কর্মমুখী দিশা দেখাতে পারে। উল্লেখ্য উপাচার্য ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক।

কোর্সের উদ্বোধন এবং লোকসংস্কৃতি ও পর্যটন বিষয়ে  জাতীয় স্তরের এই আলোচনা চক্রে আমন্ত্রিত বক্তা হিসেবে মুখ্য আলোচকের ভূমিকায়  উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক বিভারাজ ভূষণ পারিদা। এছাড়াও অসমের মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও লোকসংস্কৃতিবিদ অধ্যাপক মৃণাল বোড়া এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রবীণ লোকসংস্কৃতিবিদ ড. প্রবীণচন্দ্র দাস অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কলা ও বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া এবং আইকিউএসি এর ডিরেক্টর অধ্যাপক নন্দকুমার ঘোষ।

উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালের অভিভাবকত্বে, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক (ড.) সুজয়কুমার মণ্ডলের প্রতিনিধিত্বে এবং অনুষ্ঠানের সমন্বয়কারী ড. দেবলীনা দেবনাথের সর্বাঙ্গীণ সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে।

কোর্স কো-অর্ডিনেটর ও লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুজয়কুমার মণ্ডল জানান, রাজ্যব্যাপী পড়ুয়াদের মধ্যে এই কোর্স নিয়ে বিশেষ উৎসাহ দেখা গেছে। এই কোর্সের প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগত উদ্যোগপতী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। লোকসংস্কৃতি ও পর্যটন বিষয়ে এই অভিনব কোর্সটি পড়ুয়াদের ভীষণভাবে কাজে লাগবে। তাছাড়া এদিনের আলোচনা চক্রও অত্যন্ত মনোজ্ঞ হয়েছে।

Hot this week

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

Topics

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories