শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়ীতে তৃণমৃলে যোগদান বিভিন্ন দলের একাধিক কর্মীর। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। ভাঙন চলছে বাম, বিজেপি, কংগ্রেস শিবিরে। বুধবার বিকেলে মেদিনীপুর বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান কর্মসূচি সংগঠিত হয়।
এই কর্মসূচিতে কেশিয়াড়ী থেকে আসা দেবেন হাঁসদা সহ বেশ কিছু মানুষ জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। কেশিয়াড়ী ব্লকের দেবেন হাঁসদা দীর্ঘদিন ধরে অনগ্রসর শ্রেনী উন্নয়ন দপ্তরের অফিসার ছিলেন। তিনি এদিন তৃনমূলে যোগদান করায় বিশেষ জনজাতিভুক্ত মানুষদের একত্রিত করে উন্নয়নের কাজ ভালোভাবে বিভিন্ন এলাকায় হবে বলে জানান জেলা সভাপতি অজিত মাইতি।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, জেলার যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীঠ, কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পবিত্র শীঠ,,যুব সভাপতি সঞ্জয় গোস্বামী সহ অনেকেই ।