এনবিটিভি, ওয়েব ডেস্ক: আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায়। রোহিত শর্মার দল পাকিস্তানে যাচ্ছে না। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বুধবার নিশ্চিত করলেন টিম ইন্ডিয়া যাচ্ছে না পাক-মুলুকে।
তিনি বলেন, ‘আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। লিগ পর্বের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে। ফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাও হবে শ্রীলঙ্কায়।”