Monday, May 12, 2025
31 C
Kolkata

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া পড়ল কোচবিহার-বাংলাদেশ সীমান্তে, জারি হল কঠোর নিষেধাজ্ঞা: ৩০ জুন পর্যন্ত বলবৎ ১৬৩ ধারা

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে কোচবিহার জেলা প্রশাসন। দিনহাটা মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত ও সংলগ্ন এক কিলোমিটার এলাকাজুড়ে কার্যকর করা হয়েছে দণ্ডবিধির ১৬৩ ধারা। এই নির্দেশিকা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার মূল বিষয়গুলি :

  • রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্ত ও তার এক কিলোমিটারের মধ্যে কোনো প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পরিবহন নিষিদ্ধ।
  • রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তসংলগ্ন হাট-বাজার ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ।
  • সীমান্ত থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত গবাদি পশুর চলাচল সম্পূর্ণ নিষেধ।

প্রশাসনের সতর্কতা:
নির্দেশিকা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মহকুমা শাসকের তরফে এই ধারা জারি করা হয়েছে।” উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের বক্তব্য, “জাতীয় নিরাপত্তার স্বার্থে সাময়িক অসুবিধা মেনে নেওয়া জরুরি।”

কাঁটাতারবিহীন সীমান্তে বাড়তি সতর্কতা:

  • কোচবিহারের তিনবিঘা করিডর এলাকাকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি চিন্তা। এই সরু করিডরের মাধ্যমে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতায় যাতায়াত করা হয়। তবে এখানে কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এই অঞ্চলে টহল ও পর্যবেক্ষণ টাওয়ার বাড়িয়েছে। চালু হয়েছে ২৪ ঘণ্টার নজরদারি ব্যবস্থা।

মালদার হবিবপুর সীমান্তের বিপরীতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট অবস্থিত। দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে মহানন্দা নদী। বর্তমান পরিস্থিতিতে নদী ও তার আশেপাশের অঞ্চলেও জোরদার হয়েছে সুরক্ষা বলয়।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তজনা বাড়লেও, এর প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নীতিনির্ধারণে। বিশেষজ্ঞদের মতে, বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে কোচবিহারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় সাময়িক বিধিনিষেধের কথা স্বীকার করলেও, প্রশাসনের দাবি— “দেশের সুরক্ষাই সর্বাগ্রে।”

Hot this week

সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ BSF-এর সাব ইন্সপেক্টর ইমতিয়াজ, জম্মুতে শ্রদ্ধাঞ্জলি জানালো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর সাব ইন্সপেক্টর শহীদ মোহাম্মদ ইমতিয়াজের...

Topics

বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: কোয়েটার দখল ও বিশ্বের কাছে স্বীকৃতির আহ্বান

পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তান প্রদেশের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম এক...

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারতের কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির কয়েক...

“ওয়াকফ আইন দেশের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত” – আসাউদ্দিন ওয়াইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি...

Related Articles

Popular Categories