করোনার জেরে পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা-ভারত সিরিজ

এনবিটিভি ডেস্ক: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে একের পর ধাক্কা খাচ্ছে শ্রীলঙ্কা। চুক্তি না হওয়ায় অধিনায়ক বদল করা হয়েছে। এবার শ্রীলঙ্কা দলের ২ জন স্টাপ করোনা আক্রান্ত হওয়ায় কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী ১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও তা চার-পাঁচ দিন পিছিয়ে যেতে পারে।

তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হওয়ার কথা মঙ্গলবার থেকে। কিন্তু মনে করা হচ্ছে ১৭ বা ১৮ জুলাই থেকে এই সিরিজ শুরু হবে।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং ভিডিয়ো বিশ্লেষকের করোনা হওয়ায় শ্রীলঙ্কা বোর্ড চাইছে, তাদের ক্রিকেটাররা বাড়তি কয়েক দিন নিভৃতবাসে থাকুক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারা সিরিজ পিছিয়ে দিতে চাইছে।

 

সরকারী ভাবে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। সম্ভবত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বিষয়টি জানাবে শ্রীলঙ্কা। তারপরেই সিরিজ পিছিয়ে দেওয়ার কথা সরকারী ভাবে ঘোষণা করা হবে।

Latest articles

Related articles