ভারত প্রতিভার ভাণ্ডার, সঙ্কট কাটিয়ে দেশ অগ্রণী ভূমিকা নেবে, বললেন মোদি

এনবিটিভি ডেস্ক: বর্তমান সময়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেবে ভারত। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ব্রিটেনে আয়োজিত ‘ইন্ডিয়া গ্লোবাল উইক’ সম্মেলনে অনলাইনে বক্তৃতা করেন মোদি।

তিনি বলেন, ভারত প্রতিভার ভাণ্ডার। ভারতীয়েরা সবসময় করতে ও শিখতে আগ্রহী। তারা ঐতিহাসিকভাবে সংস্কারের জন্য কাজ করেছে।

তিনি আরও বলেন, ভারত একদিকে করোনা থেকে নিজেদের দেশকে বাঁচাতে লড়াই করছে, অন্যদিকে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে।

তাঁর আশা, ভারত করোনার ভ্যাকসিন তৈরিতে বড় ভূমিকা নেবে। খুব তাড়াতাড়ি বিশ্বের কাছে এই ভ্যাকসিন ভারত তৈরি করে দিতে পারব। ভারতের ফার্মা শিল্প গোটা বিশ্বের জন্য সম্পদ। দেশে বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। আমার বিশ্বাস ভারত করোনা ভ্যাকসিন তৈরিতেও বড় ভূমিকা নেবে।

Latest articles

Related articles