এনবিটিভি, ওয়েব ডেস্ক: গত ২০ জুলাই নন-বাসমতী সাদা চাল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ভারতের সিদ্ধান্তের ফলে ৮০ শতাংশ চাল রপ্তানি আটকে গিয়েছে। এই বিষয়টি নিয়েই চিন্তায় পড়েছে আইএমএফ।
আর্থিক সংস্থার দাবি, ভারতের সিদ্ধান্তে বাকি বিশ্বে খাদ্যসংকট দেখা দিতে পারে। আইএমএফের শীর্ষ আধিকারিক পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেন, “ভারতকে এই সিদ্ধান্ত তুলে নিতে অনুরোধ করব আমরা। নচেত গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে।” আর্থিক বিশেষজ্ঞদের দাবি, আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, পূর্ব ইউরোপের দেশগুলিতেও মুদ্রাস্ফীতির মারাত্মক প্রভাব পড়বে। এর প্রভাব দেখা যাবে মধ্য প্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহী বা সৌদি আরবের মতো দেশেও।