নবপ্রচেষ্টা চ্যারিটির উদ্যোগে আদিবাসী এলাকায় শিশুদের পাঠশালার আসর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200813-WA0064

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা, মালদা: বুধবার হবিবপুর ব্লকের একটি প্রত্যন্ত আদীবাসী অধ্যুষিত স্থান অনাইলে নবপ্রচেষ্টা চ্যারিটির উদ্যোগে বসল কচিকাঁচাদের পাঠশালার আসর। গাজলের বিশিষ্ট সমাজসেবী পূরবী কুন্ডু-‌সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা:‌ অজিত দাস ও ভারত স্কাউটসের মালদা জেলার আহ্বায়ক অনিল সাহা। শিশুদের পড়াশোনার পাশাপাশি ছিল মধ্যহ্নভোজনে ব্যবস্থা। মাংস, ভাত ও মিষ্টির আয়োজন করা হয়। যাদের স্মার্ট ফোন নেই, সেরকম কিছু পরিবারের শিশুদের পড়াবার ব্যবস্থা করেছে এই সংস্থা।


নবপ্রচেষ্টার সভাপতি প্রতীক ঘোষ বলেন করোনা অতিমারির জেরে দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ হওয়ায় শিশুদের প্রায় হাসফাস অবস্থা। নেই আগের মতো খুনসুটি, নেই তাদের মুখে সেই পুরোনো হাসি।
নবপ্রচেষ্টা চ্যারিটি প্রত্যেক সপ্তাহে দুই দিন অনলাইন সহ আধুনিক সুবিধে ও স্মার্ট নেটওয়ার্ক থেকে বঞ্চিত আদিবাসী এলাকায় আয়োজন করে চলেছে এই পাঠশালার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর