মার্কিন সমর্থন ছাড়াই রাফাতে যাবে ইসরায়েল: ব্লিঙ্কেনকে নেতানিয়াহু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সেনা পাঠানোর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২২ মার্চ)  এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। ব্লিঙ্কেনকে তিনি বলেছেন, রাফাতে যাওয়া ছাড়া হামাসকে পরাজিত করার উপায় নেই।

তিনি আরও বলেছেন, আমি তাকে বলেছি যে, আমি আশা করি যুক্তরাষ্ট্রের সমর্থনে এই কাজ করব আমরা। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আমরা একাই করব।

রমজানের প্রথম দশ দিনে দৈনিক হিসেবে গাজায় সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে গত ১৪ মার্চ বৃহস্পতিবার। এ দিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহত হয়েছেন ১৪৯ জন এবং আহত হয়েছেন ৩০০ জন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রমজানের দ্বিতীয় সপ্তাহে গাজার আল শিয়া হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর