রাফায় ইসরাইলি হামলা জোরদার, এক রাতেই নিহত ১০০

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

রাফা

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

রোববার দিবাগত রাতে শহরের একাধিক স্থানে অত্যন্ত তীব্র বিমান হামলা চালানো হয়েছে।

সোমবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, রাতে শহরের বিভিন্ন এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান নির্বিচারে হামলা চালিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। অসংখ্যা মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

দুটি মসজিদ ও কয়েক ডজন বাড়ি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা করেছে বলে জানিয়েছে রাফা পৌরসভা কতৃপক্ষ।

এ হামলার ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে,  রাফা শহরের শাবুরা নামক অঞ্চল লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। হামাসের কাছে জিম্মি থাকা দুই ইসরাইলিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার ভোরে রাফা এলাকার আবাসিক বাড়িতে অন্তত ৩টি বিমান হামলা চালায় ইসরাইল। এতে ২৮ ফিলিস্তিনি নিহত হন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর