গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, মার্কিন সিনেটরদের নেতানিয়াহু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নেতানিয়াহু

ফিলিস্তিনে হামলা অব্যহত থাকবে বলে জানিয়েছেন   ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২০ মার্চ) ভিডিওলিংকের মাধ্যমে মার্কিন রিপাবলিকান সিনেটরদের এ কথা জানান তিনি।

ফিলিস্তিনে মানবিক বিপর্যয় নিয়ে ডেমোক্র্যাটিক নেতাদের সমালোচনার মধ্যেই হামলা চালানোর ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তার সরকার। এই সিদ্ধান্ত নিয়েছেন তার সরকারের আইন প্রণেতারা।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩১ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ১৮৮ জন। আর হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ১৩৯ ইসরায়েলি হত হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর