জালালাবাদ ইউনিয়নে আনসার ভিডিপির বৃক্ষরোপণ

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলা আনসার ভিডিপির দশদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ১নং জালালাবাদ ইউনিয়নের মসজিদ, স্কুল, মাদরাসায় বিভিন্ন জাতেী ২৫০টি বৃক্ষের চারা রোপণ করেন ভিডিপির সদস্যগণ।

এতে বৃক্ষের চারা রোপণ করে শুভ উদ্বোধন করেন আনসার ভিডিপির অফিসার স্বরুপ বিশ্বাস, প্রশিক্ষক রুপক তালুকদার, প্রশিক্ষীকা এনি বেগম, দলনেতা আমিরুল হক,
সিরাজুল ইসলাম চান মিয়া,
দলনেত্রী রিনা বেগম।
এতে অংশগ্রহণ করেন আনসার
ভিডিপির সদস্য/ সদস্যা বৃন্দ।

Latest articles

Related articles