দিল্লির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ তুললেন গ্রেফতার হওয়া দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে কেজরিওয়ালের সঙ্গে কি ধরনের দুর্ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি।
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল আদালতে করা এক আবেদনে তার নিরাপত্তার দায়িত্ব থেকে ওই কর্মকর্তার অপসারণ চেয়েছেন।
অভিযুক্ত ওই সহকারী পুলিশ কমিশনানের নাম এ কে সিং। তার বিরুদ্ধ দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে শহরের একটি আদালতে হেনস্থা করার অভিযোগ রয়েছে।
কেজরিওয়ালের অভিযোগ, শুক্রবার সকালে রিমান্ডের আবেদনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় সহকারী পুলিশ কমিশনার এ কে সিং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
তার এই আবেদনের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা এ নির্দেশ দেন।