প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় কারাগারেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে।
সোমবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট তার আবেদনের জরুরি শুনানিতে রাজি না হয়ে দুই সপ্তাহ পর তারিখ ধার্য করেছে।
সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থা ইডিকে ২৭ এপ্রিলের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের জবাব দিতে বলেছে।
এর আগে দিল্লির হাইকোর্টে ইডির গ্রেফতারির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কেজরিওয়াল।
এ সময় কেন্দ্রীয় এজেন্সি আইন মেনে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আদালত।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল।