কলকাতার ভোটার মিঠুন চক্রবর্তী

কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেড সমাবেশে মিঠুন জানান দল চাইলে তিনি প্রার্থীও হতে পারেন। কিন্তু তিনি বাংলার ভোটার না হওয়াটাই এ কাজে বাদ সাধছিল। এখন মিটল সেই সমস্যা।এক সময় কলকাতার জোড়াবাগান থানা এলাকায় থাকতেন মিঠুন। এখন সেখানে থাকেন তাঁর বোন শর্মিষ্ঠা সরকার। রাজা মণীন্দ্র রোডের ঠিকানাতেই ভোটার হলেন মহাগুরু। তবে কলকাতার কোনো কেন্দ্রে লড়বেননা মহাগুরু।এখনও বিজেপি সকল কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি। ফাঁকা থাকা কাশীপুর বা বেলগাছিয়া কেন্দ্রে দাঁড়াতে পারেন মিঠুন, এমনই জানা গিয়েছে।

Latest articles

Related articles