নেপালি সংসদ ভেঙ্গে দিলেন ভারত বিরোধী প্রধানমন্ত্রী কেপি ওলি,উদ্বেগে মোদি সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2020-12-20-21-57-55-387_com.google.android.youtube

এনবিটি নিউজ : নেপালের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী কেপি ওলি। আজ তিনি রাষ্ট্রপতিকে সুপারিশ করেন নেপালী সংসদ ভেঙ্গে দেবার জন্য। তার সুপারিশ ক্রমে ভেঙ্গে দেওয়া হয় সংসদ। ২৭৫ আসন বিশিষ্ট নেপালের সংসদের নিম্নকক্ষ ফেডারেল পার্লামেন্ট অফ নেপাল ভেঙে যাওয়ার পর পরবর্তী সরকার গঠিত হওয়ার আগে পর্যন্ত নেপালের এক কথায় একনায়ক হয়ে থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী কেপি ওলি। সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতা এবং চীন ঘনিষ্ঠতা ছিল কেপি ওলির বিদেশ নীতির আলোচিত দুই বৈশিষ্ট্য। সেইদিক থেকে দেখতে গেলে মোদি সরকার উদ্বেগে রয়েছে এই ঘটনার ফলে। এখন নিজের ইচ্ছা মতো অভ্যন্তরীণ এবং বিদেশ নীতি নির্ধারণ করতে পারবেন এই কমিউনিস্ট নেতা। তাই ভারতের বিরুদ্ধে বা চীনের সমর্থনে কোনো পদক্ষেপ নিতে পারেন এখন তিনি অনেক সহজভাবে।

২০১৫ সাল পর্যন্ত রাজার অধীন থাকা এই দেশটিতে গণতান্ত্রিক সরকার প্রথম বারের জন্য গঠিত হয় ২০১৭ সালে যখন নেপালের কমিউনিস্ট পার্টি ১৭৪ টা আসন জয় লাভ করে সরকার গঠন করে। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ওলির কার্যকালের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত কিন্তু তিনি আপাতত এই সংসদ ভেঙ্গে দেওয়ার ফলে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২১ সালের এপ্রিল মাসে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর