কুলটির কেন্দুয়া বাজারে পরিদর্শন করলো টাস্কফোর্সের টিম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200916-WA0043

এনবিটিভি ডেস্ক, কুলটি: বুধবার সকালে কুলটি বরাকর সহ কুলটির কেন্দুয়া বাজার পরিদর্শনে যায় টাস্কফোর্সের টিম। বাজারে ঘুরে দেখলেন তারা, আগের তুলনায় অনেকটায় দর নিয়ন্ত্রণে এসেছে বলে জানান টাস্কফোর্সের টিম।

বিভিন্ন দোকান থেকে সিজ করা হয় তামাকজাত দ্রব্য। বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অভিযোগ এসেছে ওজন নিয়ে,তাই পরিদর্শন করতে এসে দেখা হচ্ছে কাটা বাটখারা সহ বিভিন্ন জিনিসপত্র। ধরা পড়লে যথাযথ ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। মানুষের জনস্বার্থের যাতে ক্ষতি না হয় আন পার মিটেড কালার গুলোকে সিজ করা হচ্ছে। তারপর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টাস্ক
ফোর্সের টিম। যাতে আগামী দিনে ব্যাবসায়ীরা ফুড সেফটি লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারে সে নিয়ম চিন্তাভাবনা করছে। তবে গত সপ্তাহ থেকে আগের তুলনায় অনেকটাই দর নিয়ন্ত্রণে এসেছে আশা করছি এক দেড় সপ্তাহ মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর