কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে শ্রমিকলীগের বিক্ষোভ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।

এর প্রতিবাদে রবিবার বিকাল ৪টায় জাতীয় শ্রমিকলীগের অস্থায়ী কার্যলয় হইতে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন প্রতিবাদ সমাবেশে সেলিম আহমেদ বলেন,“পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।”এ সময় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি- আশরাফুল ইসলাম জুয়েল,মজিদ খান সেলিম,মহসিন আহমদ,অসিম রায়,তাপস দাস, যুগ্ন সম্পাদক,গোলাম হাফিজ,রাসেল চৌ,জাহাঙ্গীর আলম ,মো. মনিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক – দিদারুল বাসার অপু,জাহাঙ্গীর আলম ,রিংকু চৌধুরী,প্রচার সম্পাদক পল্লব রায়,ক্রিয়া সম্পাদক তাপস রায় , সহ প্রচার আমির হোসেন,দপ্তর সম্পাদক শাহিন মিয়া,জাতীয় যুব শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলার সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক- এ কে মিলন আহমেদ, মোটর শ্রমিকলীগ সভাপতি, হেলিম আহমেদ চৌধুরী সদর উপজেলা যুব শ্রমিকলীগের সভাপতি তৈয়বুর রহমান রাজ প্রমুখ।

Latest articles

Related articles