ভানোডা কোলিয়ারিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন

ই.সি.এল শ্রীপুরের এরিয়ার অন্তর্গত ভানোডা কোলিয়ারিতে আজ ঠিকা শ্রমিকরা প্রোজেক্ট ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ দেখায়।শ্রমিকদের বক্তব্য, গত চার মাস ধরে ভানোরা কোলিয়ারির ঠিকা কোম্পানি RRE শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই তার দাবিতে, আজ RRE কোম্পানির প্রজেক্ট ম্যানেজারকে তারই অফিস রুমে আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।

শ্রমিকদের বক্তব্য, সামনে দুর্গা পুজো,  বেতন না পাওয়ার জন্য পুজোতে বাড়ির লোকেদের জিনিসপত্র কিনে দিতে পারছেননা, কেউ কেউ বলছেন তার বাড়িতে অসুস্থ স্ত্রী মা বাবা অসুস্থ রয়েছেন, তাদের চিকিৎসা করার জন্য পয়সা দিতে পারছে না। সেই কারণেই তারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন। যদি অবিলম্বে তাদের বকেয়া টাকা ও পুজোর বোনাস না দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন শ্রমিকরা । এই দিন ১৬০ জন শ্রমিক আন্দোলন করেছেন।

শেষ পর্যন্ত সিআইএসএফ এর একটি দল ঘটনাস্থলে আসেন এবং প্রজেক্ট ম্যানেজার অর্ধেন্দু সরকার সিআইএসএফ সঙ্গে একসাথে ওয়ার্কারদের সঙ্গে কথা বলেন এবং বুধবার তাদের বকেয়া টাকা দেবার আশ্বাসও দেন তিনি।

Latest articles

Related articles