অর্থের অভাব! নির্বাচন করবেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নির্মলা সীতারামন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল না থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন
নির্মলা সীতারামন।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দুটি রাজ্যে নির্বাচনে লড়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

তিনি জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল না থাকায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত অর্থ নেই কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের টাকা আমার ব্যক্তিগত নয়। আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয়টুকুই শুধু আমার।’

নির্বাচনে অংশ না নিলেও বিজেপির প্রচারে অংশ নেবেন বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরসহ একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন।

আগামী ১৯ এপ্রিল থেকে ৭ দফায় মোট ৫৪৩টি আসনে নির্বাচন শুরু হবে। ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর