ব্রেকিং নিউজ; প্রয়াত অভিনেতা ইরফান খান! মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪

এনবিটিভি ডেস্ক: নক্ষত্র পতন হলো! কেওবা হয়ত ভাবতেই পারেনি এভাবে ইন্দ্রপতন হবে! প্রয়াত ভারতের অন্যতম
সেরা অভিনেতা ইরফান খান। গতকালই গুরুতর অসুস্থ হয়ে মুম্বই-এর কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন
অভিনেতা। দীর্ঘ একবছর কঠিন নিউরাে এন্ডােক্রিন ক্যানসার রােগে ভুগছিলেন ইরফান।

গতকাল শারীরিক অবস্থার অবনতির জন্য মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা ইরফানকে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা সরাসরি আইসিইউতে
ট্রান্সফার করে দিয়েছিলেন। এই মুহূর্তে ইরফানের পাশে রয়েছেন তাঁর স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও
আয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪

Latest articles

Related articles