আবারও ব্যালন ডি আর জিতলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

messsi-301121-04

গুঞ্জন ছিল সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার জিততে চলেছেন লিওনেল মেসি। তবে অনেকেই বলছিলেন ব্যালন ডি’অর জিতবেন রবার্ট লেভান্ডোফস্কি। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি অর ঘরে তুললেন লিওনেল মেসি। এদিকে লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবারে ছয় নম্বরে থেকে শেষ করেছেন ব্যালন ডি অর দৌড়। ব্যালন ডি’অর নিয়ে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থ হয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি।

 

২০১৯ সালেই ব্যালন ডি’অর জিতে সর্বোচ্চবার এ পুরষ্কার জেতার রেকর্ড গড়েন। এবার সপ্তমবার জিতে রেকর্ডটি আরো বাড়িয়ে নিলেন তিনি। এবার তৃতীয় হয়েছেন করিম বেনজেমা, চতুর্থ জর্জিনহো ও পঞ্চম হয়েছেন অ্যাঙ্গোলো কান্তে।

 

গত বছর ব্যালন ডি’অর জেতার কথা ছিল লেভানদোস্কির। কিন্তু গত বছর করোনার কারণে পুরষ্কারই দেয়া হয়নি। মেসিও এবার পুরষ্কার জেতার পর বলেছেন, ‘লেভানদোস্কি তুমি এ পুরষ্কারের দাবীদার। আমরা সবাই জানি গত বছর তুমি ছিলে সবার চেয়ে এগিয়ে ছিলে।’

 

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর