ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করেও কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (17)

এনবিটিভি ডেস্কঃ ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হয়েছিল আর্জেন্টিনাকে। শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপের টিকিট পায় তাঁর দল। যদিও এবার সহজেই আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল তারা। তবে আগেই নেইমাররা কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

মঙ্গলবার ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও পয়েন্টের বিচারে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে অসুবিধা হল না তাদের। ২০১৮-র ব্যর্থতা কাটিয়ে ফের বিশ্বকাপে চলে গেল নেদারল্যান্ডসও।

লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে গিয়েছে ব্রাজিল। মঙ্গলবার লিয়োনেল মেসিরাও নিজেদের জায়গা পাকা করে ফেললেন। বাকি দুটি জায়গায় মধ্যে, তৃতীয় দল হিসেবে বাকিদের থেকে এগিয়ে রয়েছে ইকুয়েডর। চতুর্থ স্থানের জন্য কলম্বিয়া, পেরু, চিলি এবং উরুগুয়ে রয়েছে।

 

আর্জেন্টিনার বিরুদ্ধে নামেননি নেমার। তবে চোট কাটিয়ে প্রথম একাদশে ফিরেছিলেন মেসি। যদিও ম্যাচে তাঁর কোনও প্রভাবই দেখতে পাওয়া গেল না। দু’দলই সে ভাবে আক্রমণের কোনও চেষ্টা করেনি। মাঝমাঠেই বলের লড়াই হয়েছে। যোগ্যতা অর্জন করে যাওয়ায় ব্রাজিলের খেলায় সেই ঝাঁজ ছিল না। আর্জেন্টিনার মাত্র এক পয়েন্ট দরকার থাকায় তারা ড্রয়ের মতোই খেলেছে।

ম্যাচের পর মেসি বলেছেন, “এই ম্যাচে মাথা ঠান্ডা রেখে খেলে বিশ্বকাপে যাওয়া সোজা কাজ ছিল না। আজ আমরা গোল করতে পারিনি। অনেক সুযোগ নষ্ট করেছি। কিন্তু গোলও খাইনি। বিশ্বকাপের জন্য ঠিকঠাক প্রস্তুতি নিয়েই যাব।”

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর