এসআইও-র ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত হল মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির। লালগোলা ব্লক এ আইসিআর হাই মাদ্রাসায় এই প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয় । পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিল । এদিনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ক্যাম্পাস সেক্রেটারী ওবায়দুল রহমান, মোঃ মিনহাজুদ্দিন আবদুল্লাহ রঘুনাথ গঞ্জ ব্লক সভাপতি , মহ মুরসালীম সেখ জেলা কমিটির সদস্য, সেঞ্জারুল ইসলাম ব্লকের কিশোর অঙ্গন সেক্রেটারী, মিনারুল শেখ, আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রোগ্রাম শেষে “প্রস্তুতি টিপস” গাইড বুক প্রদান করা হয়।
Related articles