মুর্শিদাবাদে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি শিবির SIO-র

এসআইও-র ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত হল মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির। লালগোলা ব্লক এ আইসিআর হাই মাদ্রাসায় এই প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয় । পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিল । এদিনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ক্যাম্পাস সেক্রেটারী ওবায়দুল রহমান, মোঃ মিনহাজুদ্দিন আবদুল্লাহ রঘুনাথ গঞ্জ ব্লক সভাপতি , মহ মুরসালীম সেখ জেলা কমিটির সদস্য, সেঞ্জারুল ইসলাম ব্লকের কিশোর অঙ্গন সেক্রেটারী, মিনারুল শেখ, আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রোগ্রাম শেষে “প্রস্তুতি টিপস” গাইড বুক প্রদান করা হয়।

Latest articles

Related articles