মালদার মিশন ঘাটে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0015

এনবিটিভি ডেস্ক,মালদা : আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসানেই দেবীর আগমণী বার্তা কিন্তু কংক্রিটের শহরে কোথায় আর দেখা যায় খোলা আকাশে ভেসে যাওয়া পেঁজা তুলো মেঘ ? জঞ্জাল আবর্জনার গন্ধ পেরিয়ে কোথায় বা কাশ-শিউলির গন্ধে মনটা হু হু করে ওঠে ? তবু আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা। শিউলির সুগন্ধ না এলেও আকাশে বাতাসে মহালয়ার নিবিড় সুর।

নতুন প্রজন্মের মহালয়া শুধু ফেসবুক-আর টুইটারের ঘেরাটোপে আবদ্ধ। তবু আজও মহালয়ায় গঙ্গায় উপচে পড়ে তর্পণের ভিড়। মালদা শহরের মিশন ঘাটে মহানন্দা নদীতে তর্পণের ভিড়। এদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করতে বুক জলে নেমে পুজো করতে দেখা গেল অনেককে। এই মর্মে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে মিশন ঘাট এলাকায় যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য,দূর্গাপূজার দুই পক্ষের একটি হলো পিতৃপক্ষ অন্যটি দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়,আর পরের দিন প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর