পশ্চিমবঙ্গের পড়ুয়াদের স্বপ্ন বাস্তবায়িত করতে সূচনা হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই চালু করা হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকেই মিলবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আজ থেকেই চালু করে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর অবধি মিলবে এই শিক্ষাঋণের সুবিধা। ১০ লক্ষ টাকা অবধি দেওয়া হবে শিক্ষাঋণ। ৪০ বছর বয়স অবধি মিলবে এই শিক্ষাঋণ। আর এই ঋণ নিতে কোনও গ্যারেন্টার লাগবে না। রাজ্য সরকার নিজে এই শিক্ষাঋণের গ্যারেন্টার।
কোর্স ফি, টিউশনের খরচ, ল্যাপটপ কেনার টাকা, কম্পিউটার কিনতে কাজে লাগবে এই ঋণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজে লাগবে এই শিক্ষাঋণ।’ এর পাশাপাশি মমতা ব্যানার্জি আরও বলেন, শিক্ষাঋণ নিয়ে জালিয়াতি রুখতে সতর্ক থাকতে হবে। সরকারি লোগো লাগিয়ে প্রতারকরা জালিয়াতি করতে চাইবে। তাই প্রশাসন থেকে শুরু করে পড়ুয়াদের সবাইকে সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে
স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালের ওয়েবসাইট লিঙ্ক ও টোল ফ্রি নম্বর প্রকাশ করেছেন:
Student Credit Card website:
www.wb.gov.in
https://banglaruchchashiksha.wb.gov.in
https://wbscc.wb.gov.in
Toll free no: 18001028014