বিজেপিকে ২০০টি আসনে জয়ের চ্যালেঞ্জ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষ্ণনগরে এক জনসভায় তিনি বলেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, সিএএ-র জন্য আবেদন করলে একজন আবেদনকারী বিদেশীতে পরিণত হবেন। তাই আপনারা নাগরিকত্বের জন্যে আবেদন করবেন না। সিএএ বৈধ নাগরিকদের বিদেশীতে পরিণত করার একটি ফাঁদ। আমরা পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসির অনুমতি দেব না।
কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের জন্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরো বলেন,
“পশ্চিমবঙ্গে ভারতের কোনো জোট নেই। সিপিআই(এম) এবং কংগ্রেস বাংলায় বিজেপির জন্য কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মহুয়া মৈত্রকে অপমান এবং লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি